চট্টগ্রাম স্টক এঙচেঞ্জে গতকাল বুধবার মোট লেনদেনের পরিমাণ ছিল ৪৩.৯৫ কোটি টাকা। মোট ১৬,৬৪৫টি লেনদেনের মাধ্যমে মোট ১.৮৯ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেঙ সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৫৩.৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৬,১৪৫.১৩ পয়েন্টে।
সিএসই-৫০ সূচক ১৪.৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২২৩.৬৪-তে। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেঙ ৬.৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০০৯.০০-তে। গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৪০১,৬৮৫.৮৪ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৮২,৫৫৯.৯২ কোটি টাকায়। সিএসইতে ৩৪৫ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৭১টির। এর মধ্যে দাম বেড়েছে ১৫৯ টির। কমেছে ৮৪টির আর অপরিবর্তিত রয়েছে ২৮টির।