সিএসইতে লেনদেন ৪২.৯৯ কোটি টাকা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৩ নভেম্বর, ২০২১ at ১০:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার মোট লেনদেন হয়েছে ৪২.৯৯ কোটি টাকা। মোট ১৪,৮৭৬ টি লেনদেনের মাধ্যমে মোট ২.০৫ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৬০.২৯ পয়েন্ট কমে দাঁড়ায় ২০,৫৫৯.০০ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ১৫.১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫,৬৯.০৪ তে। তাছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ১.৭২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২,৪৬.৪৯ পয়েন্টে। সিএসইএসমেক্স সূচক ১০.৫৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬৬৩.১৮ পয়েন্টে। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৮৬,৫৩৭.৮৭ টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৯৫,৫৮৫.৬৫ কোটি টাকায়।
সিএসইতে ৩৬৫ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৮৭ টির, এর মধ্যে দাম বেড়েছে ৯৯ টির, কমেছে ১৬১ টির আর অপরিবর্তিত রয়েছে ২৭ টির। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহৃদয়ভাঙা হার বললেন মাহমুদউল্লাহ
পরবর্তী নিবন্ধইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি!