চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বুধবার মোট লেনদেন হয়েছে ৪২.৯২ কোটি টাকা। মোট ১৪,৪৯০টি লেনদেনের মাধ্যমে মোট ১.৫৬ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৯.০১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ২০,৪৫৩.০৯ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৭.৩৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫,২৭.৮৯-তে। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ০.৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২,৬৮.২৫-তে।
সিএসইমেক্স সূচক ১১.৭৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭১২.১৩। গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৮১,৫৩০.০৫ টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৮৫,০৩০.৭০ কোটি টাকায়।
সিএসইতে ৩৫৯ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৯৭টির। এর মধ্যে দাম বেড়েছে ২৬২টির, কমেছে ১১২টির আর অপরিবর্তিত রয়েছে ২৩টির।