চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার মোট লেনদেন হয়েছে ৪১۔২৯ কোটি টাকা। ১৪,০৯৮ টি লেনদেনের মাধ্যমে মোট ১۔৮২ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৯৭۔২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২০,৪৯৮۔৩৬ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৬۔৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫১৪۔৭৭ তে। তাছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ১২۔৬৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৭৬۔৯৭ তে। গতকাল দিনশেষে সিইসির বাজার মূলধনের পরিমান দাঁড়িয়েছে ৪৮৯২৯৭۔১৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমান দাঁড়ায় ৯৯,৩৪৯۔৪০ কোটি টাকা। সিএসইতে ৩৭৩ টি স্ক্রিপ এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ৩০৩ টির, এর মধ্যে দাম বেড়েছে ৯১ টির, কমেছে ১৭৮ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৪ টির। প্রেস বিজ্ঞপ্তি।