চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয়েছে ৪০.৫২ কোটি টাকা। ১৪,৮৫৮টি লেনদেনের মাধ্যমে মোট ১.৩৪ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেঙ সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৮৩.৬০ পয়েন্ট কমে দাঁড়ায় ২,০৩১১.৬০ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ১৬.৮২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৫০৫.৪৭ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স ৮.৭২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,২৫৬.৫৬ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স ২১.৬৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬৫৯.০২ পয়েন্ট।
গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৮৪,১৪৬.৬৩ টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৯৫,৮৭৩.৬৩ কোটি টাকায়। সিএসইতে ৩৬৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ৩০৪ টির, এর মধ্যে দাম বেড়েছে ৮৬ টির, কমেছে ১৯৪ টির আর অপরিবর্তিত রয়েছে ২৪ টির। প্রেস বিজ্ঞপ্তি।