সিএসইতে লেনদেন ৩.৫৪ কোটি টাকা

আজাদী ডেস্ক | বুধবার , ৭ ডিসেম্বর, ২০২২ at ৫:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি – এ গতকাল মঙ্গলবার মোট লেনদেন হয়েছে ৩.৫৪ কোটি টাকা। ১,৭৬৩ টি লেনদেনের মাধ্যমে মোট ৬.৪৫ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৪১.৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮,৩৫৯.০১ পয়েন্টে। সিএসই-৫০ মূল্যসূচক ১.৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৩২১.৯০ তে।

এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ৪.২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,১৬১.৪৪ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্সের মূল্যসূচক গতকাল ২৭.৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২,১০৮.০২ পয়েন্ট।

গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৪৬,৪৫৪.৭৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধণের পরিমাণ দাড়ায় ৪১০,২৫৫.৫৭ কোটি টাকায়। সিএসইতে ৬৩১ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১২৯ টির, এর মধ্যে দাম বেড়েছে ৩৩ টির, কমেছে ২১ টির আর অপরিবর্তিত রয়েছে ৭৫ টির।

গত ১০ অক্টোবর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি-এ প্রথমবারের মতো সরকারি বন্ড লেনদেনের মধ্যে দিয়ে ইতিহাস সৃষ্টি হয়েছে। TB5Y0125 বন্ডের ১ হাজার ইউনিট লেনদেন হয়েছে। প্রতিটি বন্ডের দর ছিল ১০৫ টাকা ১৯ পয়সা যেখানে লেনদেনের পরিমাণ ১ লাখ ৫ হাজার ১৯০ টাকা। দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৩১৫,৭৯৯.৪৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৩১৬,০২১.০১ কোটি টাকায়।

পূর্ববর্তী নিবন্ধকে বলেছে
পরবর্তী নিবন্ধবৃষ্টি অ্যাপস