চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয়েছে ৩.৩০ কোটি টাকা। ১,৯১২ টি লেনদেনের মাধ্যমে মোট ১৫.৬৭ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৮৫.২৮ পয়েন্ট কমেছে, যা হলো ১৩,৮২১.৩১ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ১৫.০৬ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৬৯.৭৩ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ১৬.৪২ পয়েন্ট কমেছে, যা হলো ৮৯২.৬০ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক ৩৬.৩৬ পয়েন্ট কমেছে, যা হলো ২,২৩১.০০ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৮১,৩৪২.৬৯ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৫৫,৪২৩.৫৯ কোটি টাকা। সিএসইতে ৬৪১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৯২ টির, এর মধ্যে দাম বেড়েছে ৫২ টির, দাম কমেছে ১২৬ টির আর অপরিবর্তিত রয়েছে ১৮ টির।