সিএসইতে লেনদেন ৩.২৬ কোটি টাকা

আজাদী ডেস্ক | সোমবার , ২০ জানুয়ারি, ২০২৫ at ৭:৪০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয়েছে ৩.২৬ কোটি টাকা। ১,৪৪৯ টি লেনদেনের মাধ্যমে মোট ১৮.২৬ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১২.৪৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৩৬৪.৪০ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ১.৯৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৯৮.৩২ তে।এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১.৮৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯৩৬.৪৪ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক ২.১৩ পয়েন্ট কমেছে, যা হলো ২,১৫২.৪৬ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৬৯১,৩৬৭.৫৯ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৫২,০৯৮.৪১ কোটি টাকা। সিএসইতে ৬৩৮ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৯৫ টির, এর মধ্যে দাম বেড়েছে ৮৫ টির, দাম কমেছে ৮১ টির আর অপরিবর্তিত রয়েছে ২৯ টির।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং ক্লাবে সঙ্গীতসন্ধ্যায় গাইলেন প্রিতম ও জীফার
পরবর্তী নিবন্ধআমেরিকায় নিষিদ্ধ হলো টিকটক, এরপর কী?