চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয়েছে ৩৮.৪৩ কোটি টাকা। ৫,০৯৬ টি লেনদেনের মাধ্যমে মোট ১২.৬৫ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৮০.৭৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৬,২৩২.১২ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ১৩.২৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৫১.২৭ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৪.৮৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৬১.৪৪ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক ৪৩.৬৯ পয়েন্ট কমেছে, ছিল যা হলো ৩,৩০৬.২০ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭৪০,৯০৮.৩১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৪৮,২৯৫.৪৩ কোটি টাকা। সিএসইতে ৬৪২ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৩১ টির, এর মধ্যে দাম বেড়েছে ১৪২ টির, কমেছে ৭০ টির আর অপরিবর্তিত রয়েছে ১৯ টির।