সিএসইতে লেনদেন ৩৫.২১ কোটি টাকা

আজাদী ডেস্ক  | শুক্রবার , ২৯ এপ্রিল, ২০২২ at ১০:২৭ পূর্বাহ্ণ

 

 

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার মোট লেনদেন হয়েছে ৩৫.২১ কোটি টাকা। মোট ২২,৯৭৭ টি লেনদেনের মাধ্যমে মোট ১.০৫ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৩৮.৩৬ পয়েন্ট কমে দাঁড়ায় ১৯,৪৭৪.৪৫ পয়েন্টে। সিএসই৫০ সূচক ১০.০৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৪৪৯.৮৭ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স ১২.৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,২১৮.২৭ পয়েন্টে।

সিএসইএসমেক্স ইনডেক্স ১৩.৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬২৮.৩৩ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসই’র বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৬৪,৮৭৬.৩৯ টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ১০১,২০৮.৩৯ কোটি টাকায়। সিএসই’তে ৩৭৮ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৮৫ টির, এর মধ্যে দাম বেড়েছে ৬২ টির, কমেছে ১৯৩ টির আর অপরিবর্তিত রয়েছে ৩০ টির। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশ্রীলংকা সিরিজের প্রস্তুতিটা ভালই হলো তামিমের
পরবর্তী নিবন্ধসিরিয়ায় ইসরায়েলি হামলায় ৯ জন নিহত