চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার ৩৪.০২ কোটি টাকা। ২,৭৪৫টি লেনদেনের মাধ্যমে মোট ৮৯.৮৭ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩৩.৮১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮,৩২৮.০২ পয়েন্টে। সিএসই–৫০ মূল্যসূচক ০.৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৩২১.৩৪ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৩.৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,১৬০.৯৫ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক য়াজ অপরিবর্তিত ছিল যা হল ১,৯৭৪.৯০ পয়েন্ট। গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৪৭,৭৭৯.৭১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমান দাঁড়ায় ৪১২,৫১৬.৮৭ কোটি টাকায়। সিএসইতে ৬৩১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৫৮টির, এর মধ্যে দাম বেড়েছে ৩৬টির, কমেছে ২৮টির আর অপরিবর্তিত রয়েছে ৯৪টির।