চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার মোট লেনদেনের পরিমাণ ৩৩.৪২ কোটি টাকা। মোট ১৩,০২৭ টি লেনদেনের মাধ্যমে মোট ১.১৮ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩১০.২৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৫,৯৯৭.২৭ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ২৭.৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২২৩.৭৮ তে।
তাছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ২১.১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০১১.০৫ তে। গতকাল দিনশেষে সিএসই’র বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৩৯৯,৭৩৮.০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৮০,৬৭৪.৯৬ কোটি টাকায়।
সিএসই’তে ৩৪১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৪০ টির, এর মধ্যে দাম বেড়েছে ১৬৯ টির, কমেছে ২৪ টির আর অপরিবর্তিত রয়েছে ৪৭ টির। প্রেস বিজ্ঞপ্তি।