সিএসইতে লেনদেন ৩২.৭৯ কোটি টাকা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ৪ মার্চ, ২০২১ at ১০:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বুধবার মোট লেনদেনের পরিমাণ ৩২.৭৯ কোটি টাকা। মোট ১১,৬৯৩টি লেনদেনের মাধ্যমে ১.১৩ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৮১.২১ পয়েন্ট কমে দাঁড়ায় ১৫,৯১৬.০৬ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৯.৪০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২১৪.৩৮-তে। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ৬.৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০০৪.৬৩-তে।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৯৮,৬৭৩.৭৬ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৮০,৬৭৪.৯৬ কোটি টাকায়। সিএসইতে ৩৪১ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৪০টির। এর মধ্যে দাম বেড়েছে ৮৪টির, কমেছে ৯৭ টির। অপরিবর্তিত রয়েছে ৫৯টির। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসমপ্রীতির বিরুদ্ধে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : বিপ্লব বড়ুয়া
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ইউপি নির্বাচনে যোগ্য ব্যক্তিদের মনোনয়ন দেয়া হবে