চট্টগ্রাম ষ্টক এক্সচেঞ্জে গতকাল রবিবার মোট লেনদেনের পরিমাণ ৩০.৯৭ কোটি টাকা। ৮,৭৫০টি লেনদেনের মাধ্যমে মোট ১.৮৫ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১২১.৪৬ পয়েন্ট কমে দাড়ায় ১৩,৯৪৬.৪১ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৮.৪০ পয়েন্ট কমে দাড়িয়েছে ১০১০.০৮তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স ৬.৯৫ পয়েন্ট কমে দাড়িয়েছে ৯০৫.৩৪ তে। গতকাল রবিবার দিনশেষে সিএসই’র বাজার মূলধণের পরিমাণ দাড়িয়েছে ৩২৭,৩৯২.৯৬ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাড়ায় ৭৫,০৩৬.৯৭ কোটি টাকায়। সিএসই’তে ৩৩৫ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল রবিবার লেনদেন হয়েছে ২৬৩টির, এর মধ্যে দাম বেড়েছে ৭৭ টির, কমেছে ১২৬ টির আর অপরিবর্তিত রয়েছে ৬০ টির। প্রেস বিজ্ঞপ্তি।