চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার মোট লেনদেন হয়েছে ৩০.০১ কোটি টাকা। মোট ১২,৬৭৫ টি লেনদেনের মাধ্যমে মোট ১.২৮ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২৫.০৫ পয়েন্ট কমে দাঁড়ায় ১৯,৭৭৪.৬০ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৩.২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৪৫৬.৫৪ তে। তাছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ০.৯৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,২৩৬.৬৮ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স ১২.০১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬২৪.৫২ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৭০,০৯০.৭০ টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৯৯,৪৯৮.৭২ কোটি টাকায়। সিএসইতে ৩৭৪ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৯৯ টির, এর মধ্যে দাম বেড়েছে ১০৯ টির, কমেছে ১৬০ টির আর অপরিবর্তিত রয়েছে ৩০ টির। প্রেস বিজ্ঞপ্তি।