চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি–তে গতকাল সোমবার লেনদেন হয়েছে ২.৯১ কোটি টাকা। মোট ১,৭০৬ টি লেনদেনের মাধ্যমে মোট ১৪.১৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৭১.৬৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৫৭৬.২০ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ৭.২৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১১৪.৭৪ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৫.৯২ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯৪৪.৯৪ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক ৭.১৩ পয়েন্ট কমেছে, যা হলো ২,১৪৫.৭৯ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসই’র বাজার মূলধণের পরিমাণ হলো ৭০৭,৫১৬.৫৫ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৬৩,৯৭৮.৬৭ কোটি টাকা। সিএসই’তে ৬৪০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৯৩ টির, এর মধ্যে দাম বেড়েছে ৮৮ টির, দাম কমেছে ৭০ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৫ টির। প্রেস বিজ্ঞপ্তি।