সিএসইতে লেনদেন ২৯.০৫ কোটি টাকা

আজাদী ডেস্ক  | বুধবার , ৩০ জুলাই, ২০২৫ at ৫:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছ ২৯.০৫ কোটি টাকা। ২,১৯৫ টি লেনদেনের মাধ্যমে মোট ৭৩.৮০ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৬৫.৪৬ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৮৫৮.৭৭ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৫.৩৪ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৫১.১১ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৩.২৭ পয়েন্ট কমেছে, যা হলো ৯৩৮.৩১ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক ৩.৫৫ পয়েন্ট কমেছে, যা হলো ১,৯৫৯.৪৩ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭১৯,৯৬১.১৯ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৮,২৯৯.৬১ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৪৩ টির, এর মধ্যে দাম বেড়েছে ৬৬ টির, দাম কমেছে ১৫১টি আর অপরিবর্তিত রয়েছে ২৬ টির।

পূর্ববর্তী নিবন্ধএবার ঘরে বসেই দেখা যাবে ‘উৎসব’ সিনেমা
পরবর্তী নিবন্ধলন্ডনের টাওয়ার ব্রিজের কাছে ছুরিকাঘাতে নিহত ২