সিএসইতে লেনদেন ২৮.৯২ কোটি টাকা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ২ সেপ্টেম্বর, ২০২৫ at ১১:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সোমবার লেনদেন হয়েছে ২৮.৯২ কোটি টাকা। ২,৮২৭ টি লেনদেনের মাধ্যমে মোট ৩৪.১৭ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৭.০১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৫,৬০৬.৭০ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৩.০৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৮৮.৮৯ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ২.৩২ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯৮৫.৪৯ পয়েন্টে।

সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক ২১.৬৬ কমেছে, যা হলো ১,৯১৫.৪৩ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭৩৪,৫৫৬.৭১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৭,১১২.১০ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৫০ টির, এর মধ্যে দাম বেড়েছে ৮২ টির, দাম কমেছে ১৪১ টি আর অপরিবর্তিত রয়েছে ২৭ টির।

পূর্ববর্তী নিবন্ধবিপ্লবের ‘এক ঐক্যের বাংলাদেশ’
পরবর্তী নিবন্ধবিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া, রাজধানীতে সেনা মোতায়েন