চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার মোট লেনদেনের পরিমাণ ২৮.৫২ কোটি টাকা। মোট ৯,০৯২টি লেনদেনের মাধ্যমে মোট ১.১৮ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৫৮.৪১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৪,১২৬.০৮ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৬.৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,০১৯.৬৮ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স ৫.১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯০৯.০১ তে। গতকাল দিনশেষে সিএসই’র বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৩২৭,১৯২.৮৩ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৭৫,০৩২.০১ কোটি টাকায়। সিএসই’তে ৩৩৫ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৬৫টির, এর মধ্যে দাম বেড়েছে ৯৭টির, কমেছে ১২৩টির আর অপরিবর্তিত রয়েছে ৪৫টির। প্রেস বিজ্ঞপ্তি।