চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ২৭.৮৩ কোটি টাকা। মোট ২,৮৫৩টি লেনদেনের মাধ্যমে মোট ৪৪.৫০ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৮.৭২ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৮,৬৭২.১১ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ১.৪৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,৩০৮.১১। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ১.১১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৬৯.৫১ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক অপরিবর্তিত ছিল, যা হলো ২,০৭৯.০৬ পয়েন্ট।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭৬৭,২৮৯.৭৫ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪২৫,৩৭৭.২৯ কোটি টাকা।
সিএসইতে ৬২৯ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৬০টির। এর মধ্যে দাম বেড়েছে ৫২টির, কমেছে ৪৫টির আর অপরিবর্তিত রয়েছে ৬৩টির।