সিএসইতে লেনদেন ২৬.৯৩ কোটি টাকা

আজাদী ডেস্ক | শুক্রবার , ৪ নভেম্বর, ২০২২ at ৫:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার মোট লেনদেন ২৬.৯৩ কোটি টাকা। ১০,৮৯১টি লেনদেনের মাধ্যমে মোট ৫৮.৩৯ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৪০.১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮,৯৪৫.১১ পয়েন্টে। সিএসই-৫০ মূল্যসূচক ১০.৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৩৫৩.৬৫ তে।
এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স-এর মূল্যসূচক ১৩.৮৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২১৬.১৮ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স মূল্যসূচক ৩১.৮০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২,১৯৬.৯৯ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫৩,৭৭৭.৫১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪০৮,১৪৪.১০ কোটি টাকায়। সিএসইতে ৬৩১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৫১টির, এর মধ্যে দাম বেড়েছে ৮১টির, কমেছে ৫৩টির আর অপরিবর্তিত রয়েছে ১১৭টির।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপে দলের পারফরম্যান্সে খুশি বিসিবি
পরবর্তী নিবন্ধকর বৃদ্ধি, দমনপীড়নের প্রতিবাদে কলম্বোয় বিক্ষোভ