চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার মোট লেনদেন হয়েছে ২৬.১৯ কোটি টাকা। ১১,৭৮৫ টি লেনদেনের মাধ্যমে মোট ১.২৮ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৫০.৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৯,৮২৫.১৭ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৩.৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৪৫৯.৯১ তে। তাছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ৪.৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,২৪১.২১ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স গতকাল অপরিবতিত আছে যা হলো ৬২৪.৫২ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৪২৭,৭২০.৪০ টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৯৯,৫০২.৭৫ কোটি টাকায়। সিএসইতে ৩৭৪ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ৩১০ টির, এর মধ্যে দাম বেড়েছে ১৪৩ টির, কমেছে ১৩২ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৫ টির।