সিএসইতে লেনদেন ২৫.১৬ কোটি টাকা

আজাদী ডেস্ক | শুক্রবার , ৮ আগস্ট, ২০২৫ at ৭:৩৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ২৫.১৬ কোটি টাকা। ২,০৯৭টি লেনদেনের মাধ্যমে মোট ২৮.৪৬ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৬২.২২ পয়েন্ট কমেছে, যা হলো ১৫,১৯৩.০২ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ১৬.১২ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৭৯.০৬ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৮.৩৬ পয়েন্ট কমেছে, যা হলো ৯৫৬.২৭ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক ৪.৯৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,৯৬৫.৪৯ পয়েন্ট। গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭২৭,২৫১.৯৫ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৮,৩০১.৪৭ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২২৩টির, এর মধ্যে দাম বেড়েছে ৫৭টির, দাম কমেছে ১৩৯টি আর অপরিবর্তিত রয়েছে ২৭টির।

পূর্ববর্তী নিবন্ধআন্তর্জাতিক বিশ্বতানের বর্ষাবরণ উৎসব
পরবর্তী নিবন্ধসেমিকন্ডাক্টর আমদানিতে ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের