চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ২৪.৯২ কোটি টাকা। ১০,২৬০টি লেনদেনের মাধ্যমে মোট ১.০০ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৬১.০৯ পয়েন্ট কমেছে, যা হলো ১৮,৫০০.৪১ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ৫.০১ পয়েন্ট কমেছে, যা হলো ১,৩০৯.৮৭ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ১.৪১ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৮৪.২৭ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ২,৪৮১.৩৭ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭৬৬,২২৯.৬৬ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩৮,১৮১.১১ কোটি টাকা। সিএসইতে ৬৩৫ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৮৬ টির, এর মধ্যে দাম বেড়েছে ৮৭ টির, কমেছে ১৬৬ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩ টির।