সিএসইতে লেনদেন ২৪.৬৫ কোটি টাকা

আজাদী ডেস্ক | শুক্রবার , ৫ জুলাই, ২০২৪ at ৭:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ২৪.৬৫ কোটি টাকা। ৩,৭৪০ টি লেনদেনের মাধ্যমে মোট ৫৬.০৯ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচত ৩০৬.৪৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৫,৪৬৩.৫২ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ২০.১৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১১০.২১ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১৪.৯৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ১০১৪.৬৫ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ৩,০৫৮.৪৫ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৯৮,৮৭১.২০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমান হলো ৪৪৩,৩০৯.২৫ কোটি টাকা। সিএসইতে ৬৪৪ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৪৭টির, এর মধ্যে দাম বেড়েছে ১৯৯টির, কমেছে ৩১টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টির।

পূর্ববর্তী নিবন্ধকলকাতায় মুক্তি পাচ্ছে ‘তুফান’, প্রচারে গেলেন শাকিব
পরবর্তী নিবন্ধপ্রথমবারের মতো সশস্ত্র বাহিনীর নারী প্রধান পেল কানাডা