সিএসইতে লেনদেন ২৪.৬২ কোটি টাকা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ২৩ মে, ২০২৩ at ৭:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয়েছে ২৪.৬২ কোটি টাকা। ৬,১৩৫ টি লেনদেনের মাধ্যমে মোট ৬৬.৬০ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২.৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮,৫২১.৭৮ পয়েন্টে। সিএসই৫০ মূল্যসূচক ০.৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৩১৪.৫৪ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ০.০৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,১৬৪.৯১ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল যা হলো ১,৬২৩.১২ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫৫,৩০৯.৫৫ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪১৫,৬৩৪.৭৪ কোটি টাকায়। সিএসইতে ৬২৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২০৪ টির, এর মধ্যে দাম বেড়েছে ৫৮ টির, কমেছে ৬২ টির আর অপরিবর্তিত রয়েছে ৮৪ টির ।

পূর্ববর্তী নিবন্ধস্বাগতিক ওমানের মুখোমুখি আজ বাংলাদেশ
পরবর্তী নিবন্ধমণিপুরে ফের সংঘর্ষ ইম্ফলে কারফিউ