চট্টগ্রাম ষ্টক এঙচেঞ্জে গত রবিবার মোট লেনদেনের পরিমাণ ২৪.৬১ কোটি টাকা। মোট ৯,১১৮ টি লেনদেনের মাধ্যমে মোট ১.২৬ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেঙ সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৬১.৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৪,৪২৪.০৫ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ১৫.০৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০৪৩.৯৮ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেঙ ৮.৫২ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ৯৪৬.৭৫ তে। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৩৩২,৮৫১.৫৪ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৭৫,৬০২.৩০ কোটি টাকায়। সিএসই’তে ৩৩৫ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৫৬ টির, এর মধ্যে দাম বেড়েছে ১৩৫ টির, কমেছে ৭৬ টির আর অপরিবর্তিত রয়েছে ৪৫ টির। প্রেস বিজ্ঞপ্তি।