সিএসই’তে লেনদেন ২৪.৫৩ কোটি টাকা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ৪ নভেম্বর, ২০২৫ at ১০:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল সোমবার লেনদেন হয় ২৪.৫৩ কোটি টাকা। মোট ১,২২৮ টি লেনদেনের মাধ্যমে মোট ৩০.৪৩ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৮৭.৯৭ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,২২৫.৫৯ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ১.৬৭ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৮৮.৭৯ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ২.১৬ পয়েন্ট কমেছে, যা হলো ৮৯৬.১২ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ১,৯৪৬.৪৩ পয়েন্ট।

গতকাল দিনশেষে সিএসই’র বাজার মূলধনের পরিমাণ হলো ৬৯৬,৮৩১.৯৪ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭১,১৮৬.৭৩ কোটি টাকা। সিএসই’তে ৬৩৮ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৯৩ টির, এর মধ্যে দাম বেড়েছে ৪২ টির, দাম কমেছে ১২৬টি আর অপরিবর্তিত রয়েছে ২৫টির।

পূর্ববর্তী নিবন্ধবিটিভি চট্টগ্রাম কেন্দ্রে অনুশীলন ব্যান্ড
পরবর্তী নিবন্ধনাইজেরিয়ায় সেনা মোতায়েন অথবা বিমান হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র