চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল লেনদেন হয়েছে ২৪.৪৭ কোটি টাকা। ৩,০৪৪ টি লেনদেনের মাধ্যমে মোট ৪৭.২২ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৭.৯২ পয়েন্ট কমেছে, যা হলো ১৮,৬৬৪.১৯ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ০.১২ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,৩০৮.২৪ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ১.৫৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৭১.০৯ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক অপরিবর্তিত ছিল, যা হলো ২,০৭৯.০৬ পয়েন্ট।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭৭৩,২৫৩.৯২ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩১,৩৭৭.২৯ কোটি টাকা। সিএসইতে ৬৩০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৬৩টির, এর মধ্যে দাম বেড়েছে ৪৮টির, কমেছে ৫৩টির আর অপরিবর্তিত রয়েছে ৬২টির।