সিএসইতে লেনদেন ২৪.২৪ কোটি টাকা

আজাদী ডেস্ক | শুক্রবার , ২৯ আগস্ট, ২০২৫ at ৫:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছ ২৪.২৪ কোটি টাকা। ৩,০২৮টি লেনদেনের মাধ্যমে মোট ১.৫০ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৫৫.৬১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৫,৩৫৭.৩০ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৯.৩৯ পয়েন্ট বেড়ে, যা হলো ১,১৬৪.০৩তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৮.৮৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯৬৮.১৯ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক ৭.১১ পয়েন্ট কমেছে, যা হলো ১,৮৭৭.৬২ পয়েন্ট। গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭২৫,৬৪৬.৯৪ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৫,১১২.১০ কোটি টাকা। সিএসইতে ৬৩৮ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৩৯টির, এর মধ্যে দাম বেড়েছে ১৫১টির, দাম কমেছে ৬৬টি আর অপরিবর্তিত রয়েছে ২২টির।

পূর্ববর্তী নিবন্ধসুখ-দুঃখের গল্প শোনাবেন অপি করিম
পরবর্তী নিবন্ধদায়িত্বে এক মাস পার হওয়ার আগেই বরখাস্ত হলেন মার্কিন সিডিসি প্রধান