চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার মোট লেনদেন হয়েছে ২৪.১৩ কোটি টাকা। মোট ১৩,১০০টি লেনদেনের মাধ্যমে মোট ৪৯.২৪ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৭১.৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮,৮০৪.৯২ পয়েন্টে। সিএসই-৫০ মূল্যসূচক ০.৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৩৪২.৯৮-তে। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ৩.৮১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২০২.৩৫ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স মূল্যসূচক ৩৪.৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২,২২৮.৮০ পয়েন্ট।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫১,৬৭৮.১৩ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪০৮,১৪৪.১০ কোটি টাকা। সিএসইতে ৬৩১ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৭৭টির। এর মধ্যে দাম বেড়েছে ৯১টির, কমেছে ২৯টির আর অপরিবর্তিত রয়েছে ১৫৭টির।