চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বুধবার মোট লেনদেনের পরিমাণ ছিল ২৪.১৩ কোটি টাকা। মোট ৫,৪৯৫টি লেনদেনের মাধ্যমে ৭৪.৪৮ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৬০.৯৫ পয়েন্ট কমে দাঁড়ায় ১৩,৯৮৫.৩৩ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৫.৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০১৯.৬৫-তে। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ০.৮৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯১৩.১৬-তে।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৩২৫,৫৫৮.০৯০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৭৫,০৮৭.০১ কোটি টাকায়। সিএসইতে ৩৩৫ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৩৮টির। এর মধ্যে দাম বেড়েছে ৪৭টির, কমেছে ১৪১টির। অপরিবর্তিত রয়েছে ৫০টির। প্রেস বিজ্ঞপ্তি।