চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার মোট লেনদেন হয়েছে ২৩.৭৭ কোটি টাকা। মোট ৯,৯৭৪টি লেনদেনের মাধ্যমে মোট ৮০.৬৯ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২২৯.৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ২০,০৯৭.৫১ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ২২.৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫,১২.৫৮-তে। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্স ১৯.২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২,৫৪.৭৫ পয়েন্টে। সিএসইএসমেক্স সূচক গতকাল অপরিবর্তিত রয়েছে, যা হলো ৬৭৮.০১ পয়েন্টে। গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৭৮,৭৪৩.৮৩ টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৯৫,৪৭০.২০ কোটি টাকায়। সিএসইতে ৩৬৫ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৬৬টির। এর মধ্যে দাম বেড়েছে ১৫৫টির। কমেছে ৮৫টির আর অপরিবর্তিত রয়েছে ২৬টির।