সিএসইতে লেনদেন ২৩.৫৪ কোটি টাকা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ১১ জুন, ২০২৪ at ৮:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয়েছে ২৩.৫৪ কোটি টাকা। ৩,২৯৭ টি লেনদেনের মাধ্যমে মোট ২৫.৭৬ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৬২.৩৬ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৬৭৮.১১ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ১১.৩৭ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৫১.০০ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১১.০০ পয়েন্ট কমেছে, যা হলো ৯৫৭.৬৭ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ০.৫৯ পয়েন্ট কমেছে যা হলো ৩,১৯৬.১৪ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৬৭০,৫৫৯.৫৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৪১,২৬৮.০৫ কোটি টাকা। সিএসইতে ৬৪৩ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২১৪ টির, এর মধ্যে দাম বেড়েছে ২২ টির, কমেছে ১৬৭ টির আর অপরিবর্তিত রয়েছে ২৫ টির।

পূর্ববর্তী নিবন্ধডন রূপে আসিফ, গান নয় করেছেন অভিনয়ও
পরবর্তী নিবন্ধফ্রান্সে পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা ম্যাক্রোঁর