চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ২৩.৪৩ কোটি টাকা। মোট ২,১৭১টি লেনদেনের মাধ্যমে মোট ৩৪.৫২ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৬১.৮৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৯২০.৬৬ পয়েন্ট। সিএসই–৫০ মূল্যসূচক ৪.৭৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৫৫.৯০। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ১.৯০ পয়েন্ট কমেছে, যা হলো ৯৩৬.৪০ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ১,৯৫৯.৪৩ পয়েন্ট।
গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭২০,২৪০.২৪ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৮,২৯৯.৬১ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২১৭টির। এর মধ্যে দাম বেড়েছে ১০৭টির, দাম কমেছে ৭২টির আর অপরিবর্তিত রয়েছে ৩৮টির।