চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বুধবার মোট লেনদেনের পরিমাণ ২৩.৪২ কোটি টাকা। মোট ৮,১১৬টি লেনদেনের মাধ্যমে মোট ১.১৬ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২৬.৮৯ পয়েন্ট কমে দাঁড়ায় ১৪,০৩৪.২৭ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৪.৭৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,০০৮.১৫ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স ৩.৮৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৮৯৭.৫৫ তে।
দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৩২৮,৮৬৩.৮০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৭৪,৮২৫.৪৫ কোটি টাকায়। সিএসইতে ৩৩৪ স্ক্রিপ্টের মধ্যে গতকাল বুধবার লেনদেন হয়েছে ২৬৫ টির, এর মধ্যে দাম বেড়েছে ৮১টির, কমেছে ১৩৪টির আর অপরিবর্তিত রয়েছে ৫০টির। প্রেস বিজ্ঞপ্তি।