চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার মোট লেনদেন ২৩.৩৮ কোটি টাকা। ৬,৯০৩ টি লেনদেনের মাধ্যমে মোট ৪৯.০১ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১০.৮৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯,১১০.৯১ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৩.৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৩৭৬.৭৬ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স-এর ৬.১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৩০.৮২ পয়েন্টে।
সিএসইএসমেক্স ইনডেক্স সূচক ১৯.৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে গতকাল ২,৫৯৫.৬৪ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫৫,৩১৫.৯৪ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪০৭,৯৮৮.৯৩ কোটি টাকায়। সিএসইতে ৬২৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৫৮ টির, এর মধ্যে দাম বেড়েছে ৭৩ টির, কমেছে ৬৭ টির আর অপরিবর্তিত রয়েছে ১১৮ টির।