চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে রোববার লেনদেন হয়েছে ২৩.১৫ কোটি টাকা। ৩,৫৮১ টি লেনদেনের মাধ্যমে মোট ৫২.২৩ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২৩২.৩৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৫,৫৮৯.৬৯ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ২১.৮২ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৮৫.৮৫ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ১৪.৯৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ৯৮৩.১৬ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক ১৬.১৪ কমেছে, যা হলো ১,৮৯৩.৭৬ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭৩৪,২৫৩.৪৯ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৭,১১২.১০ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৬০ টির, এর মধ্যে দাম বেড়েছে ১৬০ টির, দাম কমেছে ৭০ টি আর অপরিবর্তিত রয়েছে ৩০ টির।