সিএসইতে লেনদেন ২২.৮৬ কোটি টাকা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ৫ অক্টোবর, ২০২৩ at ৫:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ২২.৮৬ কোটি টাকা। মোট ১,৪৯৯টি লেনদেনের মাধ্যমে মোট ৪২.৮০ লাখ শেয়ার হাতবদল হয়েছে।

প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৪.৯০ পয়েন্ট কমেছে, যা হলো ১৮,৫৫১.১২ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ০.৫৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,৩০৬.১০। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ০.০১ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৬৬.৭৩ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ১০.৭৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,১৪৬.৪৬ পয়েন্ট।

গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭৭০,৯৯৯.৪২ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩১,৪০৭.২৯ কোটি টাকা। সিএসইতে ৬৩০ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১২৮টির। এর মধ্যে দাম বেড়েছে ২৯টির, কমেছে ৫০টির আর অপরিবর্তিত রয়েছে ৪৯টির।

পূর্ববর্তী নিবন্ধটানা দ্বিতীয় জয় পেল মুক্তিযোদ্ধা
পরবর্তী নিবন্ধনাইজেরিয়ায় অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণ, নিহত ৩৭