চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বুধবার মোট লেনদেন হয়েছে ২২.৪২ কোটি টাকা। ৭,৫৮৯ টি লেনদেনের মাধ্যমে মোট ৮১.০৩ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৭২.৩১ পয়েন্ট কমে দাঁড়ায় ১৮,৬১৫.১৩ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৫.৭৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৩৬৪.১৬ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সর ৫.৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,১৭৫.০৮ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স সূচক ৬৪.৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৯৭১.২৬ পয়েন্ট।
গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৪৮,২৭৮.৪৭ টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ১০২,৩৩৯.৭৭ কোটি টাকায়। সিএসইতে ৩৮১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৭০ টির, এর মধ্যে দাম বেড়েছে ৬১ টির, কমেছে ১৭৭ টির আর অপরিবর্তিত রয়েছে ৩২ টির।