চট্টগ্রাম স্টক এঙচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ২২.০২ কোটি টাকা। ১১,৯২৯ টি লেনদেনের মাধ্যমে মোট ১.০০ কোটি শেয়ার হাতবদল হয়েছে । প্রধান ইনডেঙ সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২৮.৯০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৯,০১৮.০২ পয়েন্টে । সিএসই-৫০ সূচক ২.৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৪১১.১৩ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেঙ ৩.৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,১৮৬.৮৩ পয়েন্টে । সিএসইএসমেঙ ইনডেঙ গতকাল অপরিবর্তিত ছিলো যা হলো ৬৩৬.৫৩ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৫৪,০৮৩.৭৪ টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৯৯,৪৭৮.৯২ কোটি টাকায়। সিএসইতে ৩৭৪ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৭৪ টির, এর মধ্যে দাম বেড়েছে ১৩৭ টির, কমেছে ১১৬ টির আর অপরিবর্তিত রয়েছে ২১ টির। প্রেস বিজ্ঞপ্তি।