সিএসইতে লেনদেন ২২৫.১৫ কোটি টাকা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ৮ আগস্ট, ২০২৪ at ৭:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বুধবার লেনদেন হয়েছে ২২৫.১৫ কোটি টাকা। ৪,৮৯৫টি লেনদেনের মাধ্যমে মোট ১.৩৮ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৫৪৫.১০ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৫,৯৩৮.২৫ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৪৯.৪২ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৫৮.৮১ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ২৪.৮২ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০২১.৭১ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ৩৪.৮০ পয়েন্ট বেড়েছে, যা হলো ৩,০৮৪.৮৩ পয়েন্ট।

গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭০৮,৮০৫.০৪ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩৮,৬৯১.২৫ কোটি টাকা। সিএসইতে ৬৪২ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৫৬টির। এর মধ্যে দাম বেড়েছে ১৬০টির, দাম কমেছে ৭৫টির আর অপরিবর্তিত রয়েছে ২১টির।

পূর্ববর্তী নিবন্ধ‘আমরা তোমার সঙ্গে আছি’, রাহুলকে অর্ণব
পরবর্তী নিবন্ধভেনেজুয়েলার সামরিক বাহিনী মাদুরোর প্রতি অনুগত : প্রতিরক্ষামন্ত্রী