চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল লেনদেন হয়েছে ২১.৮১ কোটি টাকা। ১১,৮৮২ টি লেনদেনের মাধ্যমে মোট ৯৪.২৭ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেঙ সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৯৩.৯৪ পয়েন্ট কমেছে, যা হলো ১৮,২৩৫.৪৯ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ১.২২ পয়েন্ট কমেছে, যা হলো ১,২৮০.৮৪ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেঙ–এর মূল্যসূচক ০.৮৫ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৭১.০৭ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ২,৭৫৭.২৯ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭৬৮,২১৫.৯১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩৭,২০১.৮৩ কোটি টাকা। সিএসইতে ৬৩৩ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৬৭ টির, এর মধ্যে দাম বেড়েছে ১২৩ টির, কমেছে ১১৮ টির আর অপরিবর্তিত রয়েছে ২৬ টির ।