চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ২১.৬১ কোটি টাকা। ২,২০৫টি লেনদেনের মাধ্যমে মোট ৯১.০২ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১১৩.৬৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৩,৭০৩.৮৭ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ৯.৪৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৬৩.১৮ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৭.৩৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৮৩.৬২ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত, যা হলো ১,৯৮৩.৬১ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৮৩,২০২.১০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৬৫,৪০৯.১৬ কোটি টাকা। সিএসইতে ৬৩৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৮৯টির, এর মধ্যে দাম বেড়েছে ১২৯টির, দাম কমেছে ৪৫টির আর অপরিবর্তিত রয়েছে ১৫টির।