চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ২১.৪৫ কোটি টাকা। ১,৫৫৪ টি লেনদেনের মাধ্যমে মোট ২১.৪৫ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৯৯.২৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৩,৬২৮.০৫ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ৮.৪৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৫২.১৮ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ০.৫৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৭২.৬০ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল ১.৩৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৯৬৬.৩২ পয়েন্ট। গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমান হলো ৬৯৪,৪৮২.৪৯ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৮,৭৪৮.৭৮ কোটি টাকা। সিএসইতে ৬৪১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২০৫টির, এর মধ্যে দাম বেড়েছে ১১৮টির, দাম কমেছে ৫৯টির আর অপরিবর্তিত রয়েছে ২৮ টির।