চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বৃহস্পতিবার মোট লেনদেন হয়েছে ২১.৩০ কোটি টাকা। ৯,২৫৭ টি লেনদেনের মাধ্যমে মোট ১.০২ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৫৭.৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৮,৫৪০.৯৩ পয়েন্টে।
সিএসই-৫০ সূচক ৪.৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৩৬০.৯৬ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সর ৬.৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,১৬৯.৩৭ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স সূচক ৯১.৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৮৭৭.৮৩ পয়েন্ট।
গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৪৫,০০১.৭৬ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ১০২,৪৩২.৪৫ কোটি টাকায়। সিএসইতে ৩৮২ স্ক্রিপ্ট এর মধ্যে আজ লেনদেন হয়েছে ২৯৬ টির, এর মধ্যে দাম বেড়েছে ১১৭ টির, কমেছে ১২২ টির আর অপরিবর্তিত রয়েছে ৫৭ টির।