চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয়েছে ২০.১৭ কোটি টাকা। ৭,৬২১ টি লেনদেনের মাধ্যমে মোট ৮৪.১১ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১২৪.৯১ পয়েন্ট কমেছে, যা হলো ১৭,১৫৭.৫৪ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ১০.২৭ পয়েন্ট কমেছে, যা হলো ১,২৫৯.৩৫ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৫.৩৬ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৯১.৩৫ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ৩,১৩৩.১৭ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭৪০,৮৫৫.০৫ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩৫,৫২৯.৯৩ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৬৯ টির, এর মধ্যে দাম বেড়েছে ৬৮ টির, দাম কমেছে ১৮৬ টির আর অপরিবর্তিত রয়েছে ১৫ টির।