চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয়েছে ২০.০৬ কোটি টাকা। ৩,৮৭১ টি লেনদেনের মাধ্যমে মোট ১.০৮ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২৭০.০৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৫,৪৭২.৪৪ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ২৪.১৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,২১০.২০ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ২১.৩৫ পয়েন্ট বেছে, যা হলো ৯৬৯.৫৪ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক ০.৬৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,৯৬০.১১ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭৩৩,০০৫.০৩ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭৮,৩০১.৪৭ কোটি টাকা। সিএসইতে ৬৪০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৩৬ টির, এর মধ্যে দাম বেড়েছে ১৫৬ টির, দাম কমেছে ৫৮ টির আর অপরিবর্তিত রয়েছে ২২ টির।