চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল লেনদেন হয়েছে ১৯.৮৪ কোটি টাকা। ১,৭৫৭ টি লেনদেনের মাধ্যমে মোট ২৩.২৫ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩.১৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৮,৫৪০.৭২ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ০.০৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,৩০৭.৮৪ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ০.৯৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৬৬.৪৮ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক ১৫.৪৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,১৭৯.৫৩ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭৭০,৪৯৫.৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩১,২৫৭.২৯ কোটি টাকা। সিএসইতে ৬২৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৩৪ টির, এর মধ্যে দাম বেড়েছে ৩০ টির, কমেছে ৪৭ টির আর অপরিবর্তিত রয়েছে ৫৭ টির।