সিএসইতে লেনদেন ১৯.৭৮ কোটি টাকা

| সোমবার , ২৯ ডিসেম্বর, ২০২৫ at ১১:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয়েছে ১৯.৭৮ কোটি টাকা। ৮৭৪ টি লেনদেনের মাধ্যমে মোট ৩৩.৮৩ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৯.৮৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৩,৬৫২.৪৪ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ০.৭৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৪৮.৯১ পয়েন্ট। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১.২৭ পয়েন্ট কমেছে, যা হলো ৮৫৫.৪৫ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ১,৬৩৬.৮৬ পয়েন্ট।

গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৮৫,৫৩৯.০৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৭১,২২৮.৬৫ কোটি টাকা। সিএসইতে ৬৩২ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৫২ টির, এর মধ্যে দাম বেড়েছে ৭৭ টির, দাম কমেছে ৫৯ টির আর অপরিবর্তিত রয়েছে ১৬ টির।

পূর্ববর্তী নিবন্ধখেলাঘর মহানগরের নাচ-গান ও আবৃত্তি পরিবেশনা
পরবর্তী নিবন্ধজাপানে দুর্ঘটনার কবলে ৫০ গাড়ি, নিহত দুই